কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ও অপারেশনাল প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নগরীর জিলাস্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডাক বিভাগের কুমিল্লা বিভাগ আয়োজিত এ কর্মশালা সকাল থেকে শুরুহয়ে দিনব্যাপি কর্মশালা চলে ।
ডাক বিভাগ কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ড. মো: আতিকুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লার প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুহাম্মদ আবদুল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের প্রভাষক মো: হেদায়েত উল্লাহ প্রমূখ।
ডাক বিভাগ কুমিল্লা বিভাগের সুপার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐতিহ্য কুমিল্লার পরিচালক মো: জাহাঙ্গীর আলম ইমরুল।
বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা বিভাগের আওতাধীন দুই শতাধিক ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এ ওরিয়েন্টেশন ও অপারেশনাল প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ৭ : ০০ পিএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur