Home / চাঁদপুর / হলমার্ক কেলেঙ্কারীর ঘটনায় চাঁদপুরে ব্যাংক এজিএম গ্রেফতার
হলমার্ক কেলেঙ্কারীর ঘটনায় চাঁদপুরে ব্যাংক এজিএম গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণে আত্মগোপনে থাকা সোনালী ব্যাংকের এজিএম কামরুর ইসলাম আটক। ছবি : চাঁদপুর টাইমস

হলমার্ক কেলেঙ্কারীর ঘটনায় চাঁদপুরে ব্যাংক এজিএম গ্রেফতার

বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারীর মামলার এজাহারভুক্ত আসামিকে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৮ টায় নিজ বাড়ি থেকে আটক করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ।

আটক কামরুল ইসলাম খান (৫০) বাংলাদেশ সোনালী ব্যাংকের এজিএম ছিলেন। তিনি উপজেলার ঘোড়াধারী এলাকার মৃত আশরাফ খানের ছেলে।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, কামরুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘ ৪/৫ বছর যাবত পলাতক ছিলেন। সম্প্রতি তিনি মতলবে নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। তার বিরুদ্ধে ঢাকা রমনা থানায় জিআর ১৯টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতেন।

আসামীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালতের কাস্টডি থেকে মঙ্গলবার বিকেলে সরাসরি জেলহাজতে প্রেরণ করা হয়। ওয়ারেন্টভুক্ত মামলাগুলোর প্রেক্ষিতে পরবর্তীতে নির্দিষ্ট কারাগারে পাঠানো হবে বলে জানা যায়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ৭ : ০০ পিএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply