চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উপলতা মজুমদার বাড়িতে একই পরিবারের ৩ সদস্যকে অচেতন করে বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায় পরিবারের সদস্যরা প্রতি দিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল বেলা প্রতিবেশি সোহেল ঘরের দরজা বন্ধ দেখে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য ডাক দিলে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। তারেদ কে অচেতন অবস্থা দেখে মোঃ জাহাঙ্গীর আলম (৬৫), তার পুত্র মোঃ বাবর হোসেন মজুমদার (২৮) ও মাহমুদুল আলম সুমন (২১) কে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ক্ষতিগস্ত পরিবারের সদস্যরা জানান, ‘সিধঁ কেটে চোর চক্র ঘরের প্রবেশ করে ৪ টি মোবাইল, নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ’
প্রতিবেদক- মাহবুব আলম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur