বগুড়ার ধুনট উপজেলায় মুরগি চারের চেষ্টাকালে আটক দুই যুবকের এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইব্রাহীম এ দন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে খোকন মন্ডল (২৩) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের সোনার উদ্দিনের ছেলে শাহীন আলম (৩২)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খোকন ও শাহীন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। শনিবার রাতে বড়চাপড়া গ্রামে জনৈক গৃহকর্তার বাড়িতে মুরগি চুরির চেষ্টাকালে খোকন ও শাহীনকে আটকের পর থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুরগি চোরের চেষ্টার বিষয়টি স্বীকার করায় দোষী সাব্যস্ত করে খোকন ও শাহীনের এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত আসামি খোকন ও শাহীনকে ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।(ইত্তেফাক)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ