দ্বিতীয় দিনের মতো রোববার (২৫ ডিসেম্বর ) রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ।
বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম, সিআইডি’র ক্রাইম সিন টিম জঙ্গি আস্তানা সূর্যভিলায় রোববার(২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রবেশ করে। বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে (সূর্যভিলা) অভিযান চালায়।
এ সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এক নারী জঙ্গিসহ নিহত হয় দু’জন এবং এক শিশু আহত হয়। এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে দু’নারী ও দু’ শিশু সন্তান। (বাসস)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রোববার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur