গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় আগুন লেগে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ওই এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে একটি বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে বসতঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।(দৈনিক ইত্তেফাক)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রোববার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur