চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী ও সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল পাটোয়ারীর মাতা সাতানী পাটওয়ারী বাড়ির মরহুম আলহাজ্ব আ. হালিম পাটোয়ারীর সহধর্মীণী বেগম ফরিদা খানম মঙ্গলবার (২০ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ৩ ছেলে ২ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার রাত ৯টায় তাঁর বাড়ি সংলগ্ন রহমান ফ্লাওয়ার মিল জামে মসজিদে ২য় নামাজে জানাযা শেষে হযরত শাহ সূফী শাহেন শাহ দরগাহ্ সংলগ্ন তাঁর স্বামীর পাশে সমাহিত করা হয়।
এর আগে সোমবার প্রথম জানাযা বাগ মাগরিব ঢাকা শুক্রবাদ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন।
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur