সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুত্র সন্তানের মা-বাবা হলেন সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান।
মঙ্গলবার সকাল ৭টা ৩০মিনিটে একটি নবাব পরিবারে ছোট নবাবের আগমন ঘটে।
জানা গেছে, কারিনা ও তার সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। সাইফ ও কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন তৈমুর আলী খান। টাইমস অব ইন্ডিয়া এমনই খবর প্রকাশ করেছে।
এর আগে সাইফ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে এই সন্তানের মধ্যে অর্ধেক তিনি রয়েছেন আর অর্ধেক কারিনা, এটা ভেবেই তার খুব ভালো লাগছে। চলতি বছরের পুরো সময়টা জুড়েই খবরের শিরোনামে ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
কারণ, তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। চলতি মাসেই সন্তান জন্ম দেয়ার কথা ছিল তার। অবশেষে সেই শুভ দিনটির দেখা পেলেন এই জনপ্রিয় নায়িকা।
বিনোদন ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur