নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান সিরিজের পর দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার শুভাশিষ রায় ও লেগস্পিনার তানভির হায়দার।
সিডনিতে ক্যাম্প শেষে ২৩ ক্রিকেটারই এখন নিউজিল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দুটি ওয়ানডে।
ওয়ানডে সিরিজে শুরুর আগে ওয়াঙ্গেরির কোবহাম ওভালে অনুশীলন করছে বাংলাদেশ দল। এখানেই আগামীকাল (২১ ডিসেম্বর) নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী।
১৫ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, তানভির হায়দার।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur