চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় বিষাক্ত দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের ৬জন অচেতন হয়ে পড়েছে। রোববার (১৮ডিসেম্বর) দিনগত রাত ১১টায় কলোনীর জাহাঙ্গীর সেলিমের বাসায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অচেতন হওয়া ব্যাক্তিরা হচ্ছেন ওই বাসার ভাড়াটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম (৫৮), তার স্ত্রী রাবেয়া বেগম (৫২), ছেলে কামরুল হাসান (২৪) কামরুলে স্ত্রী হাসনা আক্তার (২১), আব্দুল করিমের নাতি নাহিদ হাসান (১৩) ও ইমান হোসেন (১১)।
আব্দুল করিমের মেয়ের জামাতা মোর্শেদ আলম বলেন, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলায় তারা ভাড়া থাকেন। শনিবার তার শ্বশুর ব্যাংক কলোনী থেকে ব্রয়লার মুরগী ক্রয় করে বাসায় আনলে ওই দিনই মুরগী পাক করে অর্ধেকটা পরিবারের সকলে খান। বাকি অংশ রবিবার রাতে খাবারের জন্য চুলার মধ্যে গরম করতে দিয়ে ঘরে প্রবেশ করেন। ওই সময় কোন চক্র তাদের খাবারের সাথে বিষক্রিয়া মিশিয়ে দেয় বলে তারা ধারনা করছেন। রাত সাড়ে ১০টার দিকে সকলে মুরগী দিয়ে রাতের খাবার গ্রহন করার পর পর্যায়ক্রমে অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে ওই বাসার অন্য লোকজন হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. বেলাল হোসেন বলেন, ‘৬ জনের মধ্যে সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। খাবারের মধ্যে বিষক্রিয়া থাকলে এ ধরনের অবস্থার সৃষ্টি হয়। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক ।। আপডটে, বাংলাদশে সময় ০৪ : ৪৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur