চাঁদপুর লঞ্চঘাট থেকে বিকেল ৫টায় এমবি বোগদাদীয়-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার দাবিতে রোববার (১৮ ডিসেম্বের) বেলা ১২টায় বিআইডব্লিউটিএ এস্টেট চাঁদপুর কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাবর স্বারকলিপি দিয়েছে নৌ-পথে যাতায়তকরা বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ যাত্রীবৃন্দ।
‘চাঁদপুর ও ঢাকার বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীবৃন্দ’ এ ব্যানারের আয়োজনে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলন, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম ভূইয়া, যুগ্ম সম্পাদক মো. রিপন, পুরাতন বাসস্টেশন দোকান মালিক সমিতির সহ-সভাপতি আরিফুর রহমান, ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।
পরে তারা জেলা বন্দর কর্মকর্তার বরাবর একটি স্বাকলিপি প্রদান করেন। বন্দর কর্মকর্তার পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন বিআইডব্লিউটিএস’র সহকারী পরিচালক ও সহকারি বন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান।
প্রতিবেদক-আশিক বিন রহিম।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এজি/এইউ