ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির ৫ম সভা শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন জানিয়েছেন, আগামি ২৭ জানুয়ারি ঢাকার বসুন্ধরা সিটিতে ইলিশ মেলার আয়োজন করা হবে । চাঁদপুর চেম্বার অব কমার্স আকিজ গ্রুপের সহযোগিতায় এই আয়োজন করছে । জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে। চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং জেলা হিসেবে তুলে ধরতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন,প্রকাশনার কাজও অনেক দূর এগিয়েছে । প্রকাশনা কমিটি কাজ করছে । সহসাই তা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে ।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর দক্ষিন ইউএনও মোঃ শহীদুল ইসলাম,কচুয়া ইউএনও আশরাফ হোসেন ,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর,চাঁদপুর টিআইবি ও সনাকের সভাপতি কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর চেম্বারেরর সহসভাপতি তমাল কুমার ঘোষ, জেলা বিএমএ সাবেক সভাপতি ডাঃ এ কিউ রুহুল আমিন,জেলা রেল শ্রমিকলীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান,জেলা কালচারাল অফিসার আবু সালেহ,আকিজ গ্রুফের প্রতিনিধি শেখ সোহেল প্রমুখ ।
এ ছাড়াও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ০০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur