চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন বলেন, বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত শহরের রাস্তা প্রশস্তের ব্যবস্থা নিতে হবে । এ ক্ষেত্রে জেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবে। আমরা পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। চাঁদপুর পৌরসভার নেতৃত্বে আমরা রাস্তা প্রশস্তের কাজটি করতে চাই। রেলওয়েকে অবগত করা হয়েছে। আশা করি তারা সহযোগিতা করবে। তারাও চায় রেলওয়ের অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে।’
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত হোসেন,পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর চেম্বারেরর সহসভাপতি তমাল কুমার ঘোষ, জেলা বিএমএ সাবেক সভাপতি ডা. এ কিউ রুহুল আমিন, জেলা রেল শ্রমিকলীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান, জেলা কালচারাল অফিসার আবু সালেহ, আকিজ গ্রুফের প্রতিনিধি শেখ সোহেল প্রমুখ ।
এ ছাড়াও জেলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ :৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ