Home / শিক্ষাঙ্গন / কোচিং সেন্টার থেকে ২১ শিক্ষক আটক

কোচিং সেন্টার থেকে ২১ শিক্ষক আটক

বিজয় দিবসে সরকারি বন্ধের দিনে বিভিন্ন কোচিং সেন্টারে ছেলেমেয়েদের ক্লাস নেয়ার অভিযোগে ২১ শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর ) ঢাকা শহরের বিকালে শহরের বিভিন্ন পাড়ার বিভিন্ন কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, শহরের ইজি সাকসেস কোচিং সেন্টারের মো. ওবায়েদুর রহমান, প্রতিশ্রুতি কোচিং সেন্টারের তপন কুমার কুন্ডু, দৃষ্টি ক্যাডেট কোচিং সেন্টারের রাসেল আহম্মেদ, আর্ট স্কোর কোচিং সেন্টারের সজল ব্যানার্জি, লিটিল অ্যাঞ্জেল ইনস্টিটিউটের আবু জাহিদ ও রবিউল ইসলাম, শাহিন কোচিং সেন্টারের কামরুল ইসলাম, মজনু মিয়া, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম, নিক্কন আদ্য, শহিদুল ইসলাম, তানিয়া সুলতানা, পলি খাতুন, সুমাইয়া, জেরিন, শারমিন আক্তার (১), শারমিন আক্তার (২) ও আফরোজা খাতুন।

কোতয়ালী থানার ওসি মো . ইলিয়াস হোসেন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সরকারি ছুটির দিন। কিন্তু সরকারি ছুটির দিনে কোচিং সেন্টার খুলে ছেলেমেয়েদের ক্লাস নিচ্ছিলেন।

এ কারণে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন, পরে সন্ধ্যায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬: ৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
এজি/এইউ

Leave a Reply