কারো শত কোটি টাকা থাকলেও একটাকাও দান করার মানসিকতা নাও থাকতে পারে, আবার কারো একটাকা থাকলেও সেই একটাকাও মানুষের ভালোর জন্য যেকোনো মুহূর্তে খরচ করতে রাজি থাকেন। কেন না মানবিকতার চেয়ে বড় কোনো ধর্ম নেই।
মানুষের মানবিকবোধ তাকে ঊর্ধ্বে তুলে ধরে। কেন এই মানবিকতার গালগল্প?
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী দেশের শীতার্ত মানুষের জন্য ক্যাম্পাসে পুরাতন জামাকাপড় সংগ্রহ করছিলেন। সেখানে এক রিকশাচালকে তার নিজের একমাত্র শার্টটি খুলে দানবাক্সে জমা দিতে দেখা যায়।
জয়নাল আবেদীন নামের একজন ফেসবুক ব্যবহারকারী নিজের ফেসবুক টাইমলাইনে এই ‘মানবিকতা’র ছবিটি পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এক রিকশাওয়ালা তার নিজের গায়ের শার্ট খুলে দিচ্ছে শীতার্ত মানুষের জন্য। ঢাবির কমার্স ফ্যাকাল্টির সামনে থেকে তোলা ছবি। ‘
‘সামান্য’ রিকশাচালকের এই বিশাল মনের পরিচয় মানবিকতার দরজায় এক কঠিন আঘাত বলে বিবেচনা করা হচ্ছে।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ০০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur