চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসতে হবে। শুধু দেশকে ভালোবাসি এ কথা কেবল মুখে বললে হবে না। দেশপ্রেমকে অনুভব করে অন্যের মাঝে ছড়িয়ে দিতে হবে।’
১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা, একটি মানচিত্র, বিশ্বের কাছে পেয়েছি সম্মান। যে কোনো কিছু অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমাদের স্বাধীনতা রক্ষা করতে কাজ করে যেতে হবে।’
উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানদেরকে সঠিক ইতিহাস জানতে দিন। অন্তত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দিলেও আপনার সন্তান বাঙালিদের সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারবে। তারা সোনার বাংলা গঠনে কাজ করতে পারে।’
তিনি বলেন, ‘আমরা একাত্তরে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি। আমরা পারবোই পারবো। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের দৃঢ়তা বাংলাদেশকে বিশ্বের বুকে আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেই।’
ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন’ শীর্ষক আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আকতারী জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল হাই, সুধীজন মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজয় মেলার মহাসচিব শহীদ পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও নাট্যজন শরীফ চৌধুরী।
আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজয়মেলার এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম ।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ০০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur