Home / চাঁদপুর / চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দু’পিক আপ ভ্যানের সংঘর্ষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দু’পিক আপ ভ্যানের সংঘর্ষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দু’পিক আপ ভ্যানের সংর্ঘষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দু’পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

আহতরা হচ্ছেন চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া খান বাড়ির চালক আরিফ খান (২৬), একই এলাকার হেলপার রহমত (২৭)। দু’জনের অবস্থা বেঘতিক।

দীর্ঘক্ষণ চেষ্টার পর দুর্ঘটনায় পতিত ভ্যান চালক ও হেলপারকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেঘতিক দেখে ঢাকায় রেফার করেন।

সর্বশেষ খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌছেছে। যান চলাচল স্বাভবিক করতে তাঁরা চেষ্টা চালাচ্ছেন।

আহতদের স্বজন হানিফ জানায়, পিক আপ ভ্যান খালি অবস্থায় শাহাতলীর উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ছোটাকৃতির পিক-আপ ভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এসময় ছোট পিক আপ ভ্যানে থাকা চালক লাফিয়ে পড়ে রক্ষা পেলেও নিয়ন্ত্রণ হারানো ভ্যানের চালক ও হেলপার ভেতরে আটকে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টব্যাপি চেষ্টার পর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাবুর আলম মন্ডল তার সঙ্গীয় ফোস ও চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তরের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন।

দুর্ঘটনায় পতিত দুটি গাড়ির মধ্যে একটি নাম্বারবিহীন সাদা টয়োটা পিক আপ অপরটি ফুড আইটেম বহনকারী ছোট পিকআপ ভ্যান।

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তরের স্টেশন অফিসার মো. হালিম শিকদার জানায়, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনা সম্পর্কে সব তথ্য জানা যায়নি।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৬ : ৫০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply