বিয়ের পিঁড়িতে বসা হলো না চাঁপুর মতলবের কৃতি সন্তান ঢাকা ব্র্যাক ব্যাংকের আইটি বিষয়ক কর্মকর্তা সানিন হাসেমের। ভাগ্যোর নির্মম পরিহাস বিয়ের এঙ্গেজমেন্টের আংটি পড়ার পরে সড়ক দূর্ঘটনায় শুক্রবার (৯ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
তার পিতার নাম ডা. আবুল হাসেম, গ্রামের বাড়ি মতলব পৌরসভার কলাদী প্রফেসর পাড়া টিএন্ডটি।
পারিবারিক সূত্রে জানা যায়, সানিন হাসেম ৮ ডিসেম্বর গুলশান অফিস থেকে রিকশা যোগে বেইলি রোডের বাসায় যাওয়ার পথে ছিনতাই কারীরা তার বহন করা ল্যাপটপের ব্যাগ ছিনতাই করে নিয়ে যেতে চেষ্টা করলে রিকশা থেকে সিটকে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা সমরিতা হাসপাতালে ভর্তি করে। সেখানে সে একদিন থাকার পর ৯ ডিসেম্বর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
শনিবার (১০ ডিসেম্বর) তার লাশ মতলবের গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের মঝে এক হৃদয় বিদারক দৃশ্যোর সৃষ্টি হয়। পরে জানাযা শেষে ঢাকিরগাঁও গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
প্রসঙ্গত, সানিন হাসেমের বিয়ের দিন তারিখ ছিল আগামী ২২ ফ্রেব্রুয়ারি। এদিকে সানিন হাসেমের মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গভীর শোক প্রকাশ করেছেন।
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৯:৩৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
এইউ