বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শপথ চত্ত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় শপথ চত্ত্বরে এসে আলোচনায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। তার বক্তব্যে বলেন, আমাদের নিজ নিজ পরিবার থেকেই মানবাধিকার রক্ষায় কাজ শুরু করেত হবে। অনেক পরিবারে আছেন যারা সহধর্মিনীকে মার ধার করেন। সেটি পারিবারিক ভাবে মানবাধিকারের লংঘন।
পরিবারের প্রতিটি সদস্যকে প্রত্যেকের প্রতি সম্মানজনক ব্যবহার করতে হবে। যেখানেই মানবাধিকার লংঘিত হবে সেখানেই মানবাধিকার কর্মীদের সোচ্চার হতে হবে। মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের তীব্র নিন্দ্রা জাননো হয়। মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, যুগ্ম-সম্পাদক মুরাদ হোসেন খান, দপ্তর সম্পাদক আ. ছাত্তার সিদ্দিকী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন খান, সহ-মুক্তিযোদ্ধ সম্পাদক মানিক খান, শ্রম বিষয়ক সম্পাদক কামাল হাজী, ক্রীড়া সম্পাদক তপন চন্দ্র, সমাজ কল্যাণ সম্পাদক শাহাজাহান মাতাব্বর, পাঠাগার সম্পাদক গোপাল সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিমল চৌধুরী, সহ-স্বাস্থ বিষয়ক সম্পাদক নূরুজ্জামান খান বাবলু, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন খান, নির্বাহী সদস্য একে খান জিলানী, শাহীন চৌধুরী, পারভেজ খানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবেদক- শরীফুল ইসলাম : আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur