ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তার বিরুদ্ধে মামলাগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে।
কিন্তু অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালত তার যে বিপুল পরিমাণ ব্যবহার্য জিনিষ নিজেদের জিম্মায় নিয়েছিল তা’এখনো ফেরত দেয়নি।
জয়ললিতার দল এআইডি এমকের একজন সিনিয়র নেতা বলেছেন, তারা আশা করছেন আদালত অচিরেই এসব সামগ্রী ফেরত দেবেন। যাতে জয়ললিতার স্মরণে বানানো জাদুঘরে তারা এগুলো রাখতে পারেন।
কর্নাটকের সরকারি কৌসুলি বিভি আচার্য জানিয়েছেন, ২০১৭ সালে এ মামলার রায় ঘোষণা করার কথা আছে। যেহেতু এ মামলায় আরো অভিযুক্ত আছেন। তাই মামলার কার্যক্রমও চলবে।
কর্নাটকের আরেক সরকারি কৌসুলি জানান, ‘মামলায় যদি জয়ললিতা দোষী প্রমাণিত হন, তাহলে এসব সম্পদ আদালত বাজেয়াপ্ত করে তামিলনাড়ু সরকারের কাছে হস্তাস্তর করবে। ১৯৯৬ সালে ইনকাম ট্যাক্স অফিসাররা জয়ললিতার এসব সম্পদ বাজেয়াপ্ত করার পর থেকেই সেগুলো কর্নাটক পুলিশের হেফাজতে রয়েছে।
২০০২ সালে কর্নাটক থেকে তামিলনাড়ুতে আসার পর রাজ্যের সিটি সিভিল কোর্টের একটি রুমে ১০ হাজার ৫শ’ শাড়ি, ৭শ’৫০ জোড়া জুতা, ৫শ’ চশমা, সাড়ে তিন কোটি রুপি মূল্যের ২১.২৮ কেজি স্বর্ণ, ৩.১২ কোটি রুপ মূল্যের সিলভার, দু’ কোটি রুপি মূল্যের ডায়মন্ড জব্দকৃত মালামাল রাখা আছে। ১৯৯৬ সালে বর্তমান বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী জয়ললিতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ওই মামলাটি করেন।
৫ ডিসেম্বর তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ারাম জললিতা মারা যান। নিজের রাজ্যে তিনি ছিলেন প্রায় দেবীতুল্য। সাধারণ মানুষ তাকে ভালোবেসে ‘আম্মা’ নামে ডাকতেন। (টাইমস অব ইন্ডিয়া)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭:২১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
এজি/ এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur