ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ-এর অর্থায়নে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হরিপুর উপজেলা হলরুমে ২০১৬ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ জেলার ৫ উপজেলার ৭০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয়ক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হরিপুর মোসলেমউদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেদ প্রধান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক অধ্যাপক মকিমউদ্দিন, অধ্যাপক সাহাবুদ্দিন আহম্মদ ও ফাউন্ডেশনের সদস্য সচিব মোমিনুল হাসান প্রমুখ।
প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির : আপডেট, বাংলাদেশ সময় ১২:০০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur