চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ২০১৭ সাল পর্যন্ত দু’জন মেধাবী ছাত্রীর পড়ালেখার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) ‘জনসেবাই জেলা প্রশাসন’ শিরোণামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, রিপা সরকার ও শিল্পী আক্তার নামে দু’মেধাবী ছাত্রীর আর্থিক সংকটের কারণে পড়ালেখা বিঘ্ন হওয়ার আশংকা দেখা দিলে তারা চাঁদপুর জেলা প্রশাসনের নিকট স্মরণাপন্ন হন।
চাঁদপুর জেলা প্রশাসন সর্বদা মেধাবী শিক্ষার্থীদের ভাল ফলাফলে উৎসাহিত করে এসেছে। রিপা সরকার ও শিল্পী আক্তারের বিষয়টি যাচাই-বাছাই করে তাদেরউচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন জেলা প্রশাসক।
এদের দু’জনকে প্রতিমাসে তিন হাজার টাকা হারে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত পড়ালেখা বাবদ আর্থিক সাহায্য দেয়া হবে ।
বুধবার তাদের হাতে চলতি বছরের ডিসেম্বর মাসের ২০১৬ মাসের আর্থিক সাহায্য হস্তান্তর করা হয় ।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম, ৩০ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur