সারাদেশের ন্যয় একযোগে আগামী ২৮ডিসেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
অপরদিকে একই পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী।
তিনি শুক্রবার (২৫ নভেম্বর ) রাতে গণভবন থেকে দেয়া ঘোষণায় বর্তমান প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর নাম উঠে আসে।
মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ্রধানে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় চাঁদপুরসহ দেশের অধিকাংশ জেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে আবু ওসমান চৌধুরীর নাম ঘোষণার পূর্বে চাঁদপুরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম শুনা গেলেও নাম প্রকাশের পর কোন নেতা কর্মীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। বলা চলে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন কোন ভাবেই জমে উঠেনি। ভোটারদের মাঝে নেই আনন্দ। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থীত প্রার্থী আবু ওসমান চৌধুরীর। সেই দিক লক্ষ্য রেখে দলের অন্য কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে শোনা যায়নি।
তবে রোববার (২৭ নভেম্বর) জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা ম্ুিক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
জানা যায়, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার ও জেলা ৮ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডারসহ মুক্তিযোদ্ধা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অনুরোধে তিনি প্রার্থী হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এম এ ওয়াদুদ বলেন, জেলা পরিষদ নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে নয় এবং নির্ধলীয় ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু আমি এক সাধারণ জনগণ হিসেবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধতা করছি। কারণ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা-উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা ও নির্বাচিত প্রতিনিধিরা অনুরোধ করেছেন। তাই আমি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চাঁদপুর জেলা থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ বন্ধসহ সরকারবিরোধী অনৈতিক কর্মকান্ড বন্ধে অতন্ত্র প্রহরী হিসেব দ্বায়িত্ব পালন করবো।
চাঁদপুরের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ২০১১ সালের ডিসেম্বরে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গতঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেতে মনোনয়ন বোর্ডের কাছে ২৩জন আবেদন করেন। এর মধ্যে আবু ওসমান চৌধুরী মনোনয়ন পান। শেষ পর্যন্ত দলের সমর্থনে তিনি মনোনয়ন পেলেন । ২৮ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ হবে ।
১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৭ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur