বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে মহরতের মাধ্যমে শুরু হয়েছে আবদুল মান্নান পরিচালিত কমেডি ধাঁচের নতুন ছবি ‘পাংকু জামাই’-এর শুটিং। মহরতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, নায়িকা পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
তবে উপস্থিত ছিলেন না ছবির নায়ক শাকিব খান, কারণ তিনি এখন থাইল্যান্ডে আছেন। ছবিটিতে শাকিবের নায়িকা থাকবেন দুজন, একজন অপু বিশ্বাস ও অন্যজন পুষ্পিতা পপি।

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে পুষ্পিতা পপি বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করতে এসেছি। ভালো ইউনিটের সঙ্গে কাজ করতে চাই। এই ছবির গল্প ও শিল্পীদের নিয়ে আমি আশাবাদী। আশা করি, ভালো একটা কাজ হবে। আমি আসলে চলচ্চিত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই যে কাজের জন্য আমার পরিচিতি বাড়বে। আশা করি এই ছবির মাধ্যমে তা হবে।’
ছবিতে নিজের চরিত্র নিয়ে পুষ্পিতা বলেন, ‘ছবির গল্পে দেখা যাবে, আমি কলেজ পড়ুয়া একটি মেয়ে। ঘটনাচক্রে নায়ক শাকিব খানের সঙ্গে আমার প্রেম হয়। কিন্তু কয়েক দিন পরই ঘটে অন্য কিছু, আমার বাবাকে হত্যা করা হয় এবং আমি নিজের চোখে দেখি তাঁকে শাকিব খান খুন করেছে। কিন্তু বিষয়টা ছিল অন্যরকম। সেই বিষয়টা এখনই বলছি না। ছবিটা আপনারা হলে এসে দেখবেন আশা করি।’
নায়িকা হিসেবে চাঁদপুরের মেয়ে পুষ্পিতা পপির উত্থান(ক্লিক করে পড়ুন)
নিউজ ডেস্ক : আপডেট ৩:৪৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur