চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে ও সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীর হস্তক্ষেপে যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৫ নভেম্বরা) রাত ৯টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের জনপ্রতিনিধি সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন
কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের মৃত খোরশেদ গাজীর মেয়ে সনিয়া আক্তারের সাথে পাশবর্তী আশিকাটি ইউনিয়নে সেনগাঁও গ্রামের রাজ্জাক গাজীর ছেলে অ্যাম্বলেন্স চালক জোবায়ের হোসেনের সাথে দীর্ঘ ৪ বছর প্রেমের সম্পর্ক ছিল। সে প্রেমের সর্ম্পকের জের ধরে শুক্রবার সকাল ১০ টায় সনিয়াকে কালিভাংতি থেকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর সনিয়াকে নিয়ে জোবায়ের কিছু সময় কাটিয়ে বিয়ে না কররতে প্রতারণার আশ্রয় নেয়। জোবায়েরের প্রতারণায় অনেকটা হতাশয় হয়ে সনিয়া অসুস্থ হয়ে পড়লে ছেলের বন্ধুমহল তাকে উদ্ধার করে চাঁদপুর সেন্টাল হাসপাতালে নিয়ে যায়, সেখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থা দেখে দ্রুত চাঁদপুর ২শত ৫০শর্য্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে ১দিন চিকিৎসার পর জোবায়েরের বন্ধুমহল সনিয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য আশিকাটির চাঁদখার বাজার নিয়ে যায়, সেখানে নেওয়ার পর ছেলের বাবা রাজ্জাক গাজী সনিয়াকে চিকিৎসা কিছু টাকা দাবি করে বিষয়টি মামাংসা করতে চায়।
সুস্থ হয়ে সনিয়া আশিকাটি ইউপি চেয়ারম্যানের সরাপন্ন হয়। ঘটনাস্থলে সংবাদকর্মীদের উপস্থিতি দেখে জোবায়েরের অ্যাম্বলেন্সের মালিক দেলোয়ার হোসেন ও মহসিন মিলে জোবায়েরকে ও আশিকাটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
সেখানে নেওয়ার পর নেওয়ার পর ছেলের বাবা বিষয়টি বিয়ের আয়োজন না করে কিছু টাকার বিনিময়ে সমাধানের চেষ্টা করে।
ঘটনাটি অন্যদিকে ধাবিত হতে দেখে সনিয়া সাথে সাথে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করলে তিনি বিষয়টি জেনে চেয়ারম্যান বিল্লাল মাস্টারকে ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার নির্দেশ করেন। সে নির্দেশ মোতাবেক রাত ৯টার ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ খান, আশিকাটি ১নং ওয়ার্ড ইউপি মেম্বার দুলাল মাল, মেম্বার আলফু খান, কল্যানপুর ২নং ওয়ার্ড ইউপি মেম্বার ঈমাম ফরাজী, সেনগাঁও ইউপি মেম্বার মহসিন মৃধা, সমাজ সেবক ছায়েদ গাজীসহ আশিকাটি, কল্যানপুর, পৌর ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/11/Kobir-Mizi..-e1478454895230.jpg” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur