ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। শনিবার (২৭ নভেম্বর )সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেতে তথ্যটি নিশ্চত করেছে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখ্যযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল (২৮ নভেম্বর )ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্ত সারে বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। (বাসস)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭ :১৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৬, রোববার
এজি / এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur