চাঁদপুরে প্রবাসীকে খুনের দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে সোমবার (২৮ নভেম্বর) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খুন হওয়া কলমতর গাজীর স্ত্রী শিল্পী বেগম ও তাদের গৃহশিক্ষক কবির গাজী।
খুন হওয়া প্রবাসী যুবক দু’সন্তানের পিতা এবং সে বিষ্ণুপুর গ্রামের কলান্দার বাড়ির ছমির গাজীর ছেলে। খুনের চার দিন নিহতের ভাই লিটন গাজীর চাঁদপুর মডেল থানায় একটি মামলা (নং ১৫, ১১/০৭/২০১৩) দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ জুলাই রাতে জলান্দার গাজীকে তার স্ত্রী শিল্পী বেগম ও তার গৃহশিক্ষক কথিত প্রেমিক কবির গাজী মিলে নিজের ঘরে ঘুমের ভেতর কুপিয়ে হত্যা করে। পরেরদিন স্বামী নিখোঁজ বলে সদর মডেল থানায় একটি শিল্পী বেগম জিডি করে।
জিডি সূত্রে নিখোঁজের ৪দিন পর কলন্দার গাজী (৩৮) নামের ওই যুবকের লাশ তার ঘরের গোসলখানার পিছন থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সেই জিডির সূত্র ধরে এলাকার মানুষের সহায়তায় ১১ জুলাই কবির গাজীকে আটক করে এবং স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন বিকেলে প্রবাসী কলন্দার গাজীর মৃতদেহ উদ্ধার করে।
ওই রাতেই কলন্দার গাজীর স্ত্রী শিল্পী আক্তারকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শিল্পী স্বীকার করে সে ও তার কথিত প্রেমিক মিলে স্বামীকে রাত ১ টার দিকে কুপিয়ে হত্যা করে। খুনের ৪ মাস আগে তার স্বামী ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। তার কথিত প্রেমিক তাদের ঘরে তার ছেলেকে প্রাইভেট পড়াতো। এক বছর ধরে তাদের পরকীয়া প্রেম চলছিল।
প্রতিবেদক- আশিক বিন রহিম : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২৭ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur