চাঁদপুরে হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে স্থানীয় একজন করেছে প্রতিবেশিরা। আটকৃকত ব্যক্তি সাবেক ইউপি সদস্য প্রার্থী আব্দুর রহিম।
ঘটনাটি উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের ১নং ওয়ার্ড শিদলা প্রধানীয়া বাড়ীতে গত ২৫ নভেম্বর শুক্রবার গভীর রাতে ঘটে।
শনিবার (২৬ নভেম্বর) এলাকায় স্থানীয়ভাবে শালিশী বৈঠকে বসে কোন সমাধান করতে পারেনি বলে জানাগেছে।
জানা যায়, শিদলা গ্রামের ১নং ওয়ার্ড থেকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যায় আব্দুর রহিম। পরে একই গ্রামের প্রধানীয়া বাড়ীর ওমান প্রবাসী হান্নান মিয়ার স্ত্রীর সাথে গভীর সম্পর্ক গড়ে উঠে। তারই প্রেক্ষিতে গত শুক্রবার গভীর রাতে তাকে দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীর সাথে হাতে নাতে আটক করে বাড়ীর লোকজন।
এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের কাছে অভিযোগ যায়।
চেয়ারম্যান বিষয়টি ওই ওয়ার্ড মেম্বার শাহআলম টিটুকে এলাকায় বসে সমাধানের নির্দেশ দেন।
শনিবার বাদ মাগরিব প্রধানীয়া বাড়ীর উঠানে শালিশ বসলে অভিযুক্ত আঃ রহিম পলাতক থাকায় শালিশগণ সমাধানে আসতে পারেনি।
শালিশ মো.শহিদউল্ল্যাহ চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। সমাধানের জন্য আ. রহিমের বড় ভাইকে দায়িত্ব দিয়েছি।’
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আঃ রহিম এলাকায় পড়ে বিভিন্ন সময়ে পরনারীদের কু-প্রস্তাব দিয়ে আসতো । অতিতেও তার এমন অনেক ঘটনা রয়েছে। এছাড়া সে এলাকায় কিছু লোক নিয়ে মাদক বিক্রয়ে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত আ. রহিম বলেন, ‘আমাকে পূর্বপরিকল্পিতভাবে আটক করা হয়েছে। আমি মূলত চোর পাহারা দিতে গিয়ে ফেঁসে গেছি। আর অন্য অভিযোগগুলো মিথ্যা।’
: আপডেট, বাংলাদেশ সময় ১১০০ পিএম, ২৬ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur