এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ যেন ছুটেই চলছে। শনিবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে দুই বারের চ্যাম্পিয়নরা।
হংকংয়ের কিংস পার্ক হকি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে প্রথম গোলের দেখা পেতে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। মিডফিল্ডার মিলন হোসেনের ফিল্ড গোলে লক্ষ্য ভেদ করে তারা।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধে জিমি-চয়নরা আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে।
৩৭তম মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির দলের গোল ব্যবধান আরো বড় করেন। দলকে এগিয়ে দেন ৩-০ গোলে।
চতুর্থ গোলটি আসে মামুনুর রহমান চয়নের স্টিক থেকে। এরপর পুষ্কর খিসা মিমো ও কৃষ্ণ কুমার দাস একটি করে গোল করেন। ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা আশরাফুল ইসলাম করেন জোড়া গোল।
এর আগে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চায়নিজ-তাইপের বিপক্ষেও একই ব্যবধানে জিতে তারা। গ্রুপের শেষ ম্যাচে ম্যাকাওকে ১৩-০ বিধ্বস্ত করে সেমিফাইনালে এসেছিল লাল-সবুজের দল।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :৩৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur