চাঁদপুরের পৃথকস্থনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১০ জন গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ নভেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে ও হাজীগঞ্জ উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
এরা হলেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মোস্তফা কামালের শিশুকন্যা রেহেনা আক্তার (১২), সাইফুর ইসলামের মেয়ে সাইমা আক্তার (৫), বিল্লাল হোসেনের স্ত্রী সবুরা বেগম (৪০), হাজীগঞ্জ উপজেলার বালিয়াকান্দি গ্রামের রিপন মিজির মেয়ে সাদিয়া আক্তার (৯)। এছাড়াও বিভিন্নস্থানের যারা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা হলেন জুনায়েদ (২), জাহিদ (৭), নাঈম (৫),ফজিলাতুন্নেছা (৪০) ও শাহিনা আক্তার (৫)। তাদের ঠিকানা বিহিন হাসপাতালের রেজিস্ট্রার খাতা থেকে এ তথ্য পাওয়া গেছে।
আহতের স্বজনরা জানায় তাদের নিজ এলাকায় শুক্রবার দিন একটি পাগলা কুকুর বাড়িতে এবং রাস্তায় যাকে যেখানে একা পেয়েছে সেখানে তাদেরকে পায়ে ও শরীরের বিভিন্নস্থানে কামড় দিয়েছে।
পরে তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur