শংকর পোনম নামের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবার শরীফের ছবির উপরে মুর্তি স্থাপন করে গত ১২ নভেম্বর পোস্ট করে এই ভারতীয় নাগরিক। গত শুক্রবার বিষয়টি আমলে নেয় রিয়াদ সেন্ট্রাল পুলিশ।
আরব নিউজের অনলাইন সংস্করণ সুত্রে প্রকাশ, সৌদি আরবের রাজধানী রিয়াদের মজমাহ অঞ্চলের পুলিশ প্রধান কর্নেল ফুয়াদ আল মাঈমনের নেতৃত্বে তামার জেলার একটি কৃষি খামার থেকে আটক করা হয় তাকে।
কাবা অবমাননাকারী শংকরের বিরুদ্ধে সাইবারক্রাইম আইনে মামলা রুজু করা হয়েছে। ফেইচবুক, টুইটার, ইনস্তিগ্রাম ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কে কাবার অবমাননায় তীব্র ক্ষোভ জানিয়ে হাজার হাজার পোস্ট শেয়ার করে কঠোর শাস্তি দাবি করা হয় শংকরের।
ভারতীয় শংকর পোনমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সৌদি সাইবার আইনে ১০ বছরেরকারাদণ্ড হতে পারে। আরব নিউজ সুত্রে প্রকাশ, আসামীর ব্যবহারকৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয় ।