ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক) কামরুল আহসান রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন সচিব।
বৈঠক শেষে কামরুল আহসান সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের নিয়ে সীমান্তে যে সঙ্কট তৈরি হয়েছে তাতে বাংলাদেশ উদ্বিগ্ন।
এই সমস্যার সমাধান মিয়ানমারেই হওয়া উচিত। বাংলাদেশ রাখাইন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ বা কোন ধরণের নির্যাতন দেখতে চায় না। এজন্য মিয়ানমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে বাংলাদেশ আশা করে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ২৩ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur