Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ইয়াবাসহ যুবক আটক

মতলব দক্ষিণে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় ইয়াবাসহ সোমবার (২১ নভেম্বর) সকালে ১০ পিচ ইয়াবাসহ যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

আটক যুবক নাটশাল গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে রবিউল (২৫)।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে, মামলা নং-৮।

পুলিশ জানায়, উপজেলার নাটশাল বেপারী বাড়ির হাসান বেপারীর ছেলে রবিউল দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত ও আনিছুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক।

পরে তার দেহ তল্লাশি করে ১০পিচ ইয়াবা উদ্বার করে।

আটক যুববকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হলে, আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/palash-roy.jpg” ] প্রতিবেদক- পলাশ রায়, মতলব পৌর করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply