Home / চাঁদপুর / খুতবার আগে জঙ্গি প্রতিরোধে আলোচনা করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক
খুতবার আগে জঙ্গি প্রতিরোধে আলোচনা করতে হবে
ফাইল ছবি

খুতবার আগে জঙ্গি প্রতিরোধে আলোচনা করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল মসজিদের খতিবদের উদ্দেশ্যে বলেছেন, ‘শুক্রবারে জুমার খুতবার আগে জঙ্গি প্রতিরোধে ওপর আলোচনা করতে হবে। তাহলে মানুষ জঙ্গিদের থেকে সাবধান থাকবে।’

রোববার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিফিন বক্স পেয়েছে তাদের টিপিন বক্সে করে টিফিন আনতে পারে কি না সে দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ তাদের মধ্যে দরিদ্র অভিভাবক রয়েছে। যাদের টিফিন বক্সে টিফিন দিতে কষ্ট হলে । তাদেরকে ১০ টাকা কেজি চাউল প্রদান করা হতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ লাগাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর ভরাট করা যাবে না। নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হলে সেখানে জলাশয়ের ব্যবস্থা করতে হবে।’

নকল ও কারেন্ট জাল প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকেরা যদি চায় পরীক্ষার হল নকল মুক্ত পরীক্ষা। তাহলেই নকল মুক্ত পরীক্ষা হতে পারে। পরীক্ষায় নকলের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া যাবে না। এর জন্য তাকে উপর্যুক্ত শাস্তি পেতে হবে। কারেন্ট জাল একেবারে জিরো টলারেন্সে আনতে হবে। গাড়ি বাড়ি যেখানে কারেন্ট জালের সন্ধান পাওয়া যাবে সেখানে অভিযান চালাতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল হাই, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাঃ সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ মিয়া, সিনিয় সহকারী পুলিশ সুপার সাকিল আহমেদ, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, মতল উত্তর উপজেলার পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউদ্দিন, কোস্টগার্ড কমান্ডার এনায়েত উল্লাহ জনস্বাস্থ্য প্রকৌশলী অধীদপ্তরের কর্মকর্তা এমএ দেলোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুল কুদ্দুস, চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক সেখ ইমরান হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মাদ নুরুল হক, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর বিসিকের মহা ব্যবস্থাপক জাকির হোসেন, পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এম এম জুয়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবার্শীষ রায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম প্রমুখ।

খুতবার আগে জঙ্গি প্রতিরোধে আলোচনা করতে হবে

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply