চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যাশী গ্রামে নিখোঁজ হওয়ার দু’দিন পর আহম্মেদ মিঝি (৩৮) নামে এক প্রবাসী লাশ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) সকালে পুকুরে লাশ ভেসে উঠলে স্থানীয় জনগণ পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, প্রত্যাশী গ্রামের মিঝি বাড়ির সিরাজুল ইসলামের বড় ছেলে আহম্মেদ মিঝি ১৮ নভেম্বর রাতে ধানুয়া বাজার থেকে বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। নিখোঁজের দু’ দিন রোববার সকালে বাড়ির লোকজন পুকুরের মাঝখানে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
আহম্মেদ মিঝি অবিবাহিত । সে ৬ ভাই বোনের মধ্যে বড়। তার পিতা সিরাজুল ইসলাম প্রথম স্ত্রীর মৃত্যুর পর পুনরায় বিয়ে করে স্ত্রীসহ সৌদি আরবে থাকেন। তার ছোট দু’ ভাই । একজন স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় আরেক জন চট্রগ্রামে থাকেন।
স্থানীয়রা জানিয়েছেন, আহম্মেদ মিঝি নিঃসঙ্গ জীবন যাপন করতেন। ৮ মাস পূর্বে বিদেশ থেকে বাড়ি ফেরার পর সে মাদক ও জুয়ার সাথে জড়িয়ে পড়েন।
আতাউর রহমান সোহাগ : আপডেট, বাংলাদেশ সময় ৮:২০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur