চাঁদপুর কালীবাড়ি রুপসী মার্কেটে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে এ ঘটনা ঘটে।
উপস্থিত ব্যাংক কর্মকর্তায় বুদ্ধিমত্তায় একটি বেসরকারি ব্যাংকসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
মার্কেটটির উপরের তলায় রয়েছে বেসরকারি ফার্মাস ব্যাংক, নিচে বিপণী বিতান।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী ক’জন ব্যবসায়ী চাঁদপুর টাইমসকে জানায়, মার্কেটের ভেতরে বৈদ্যুতিক মিটারবক্সের ভেতর থেকে হঠাৎ তারা আগুন দেখতে পায় এবং মার্কেটের ভেতরে ধোয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। অনেকেই ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।
তৎক্ষনাৎ বুদ্ধিমত্তার সাথে ফার্মাস ব্যাংক কর্মকর্তা তাসবীহ ইনকিয়াদ উপরের তলায় তাদের ব্যাংকে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র এনে আগুন নেভাতে সক্ষম হন।
আগুনে কিছু বৈদ্যুতিক তার ও সরাঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।
: আপডেট, বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ