Home / জাতীয় / রাজনীতি / জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে না
zila-nervachon

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে না

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ এ নির্বাচন অর্থহীন। নির্বাচনের ফলাফল কী হবে তা আমরা জানি। গত ইউনিয়ন নির্বাচনে সারাদেশে ১৪৫ জন মানুষ মারা গেছে। আমরা হত্যা, হানাহানি, অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না।’

আজ রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সেসময় এরশাদ নির্বাচন কমিশন গঠনের বিষয়েও কথা বলেন। জাতীয় সংসদে যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে, তাদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। আর যেসব রাজনৈতিক দল সংসদের বাইরে, তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন এরশাদ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠন প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বিধিসম্মত, বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক। যারা সংসদের বাইরে আছে, তাদের সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই।’

এরশাদ বলে, ‘বিএনপি মাত্র আট বছর ক্ষমতার বাইরে, তাতেই তারা ছিন্নভিন্ন। শুধু টেলিভিশন পর্দায় তাদের দেখা যায়; মাঠে দেখা যায় না। আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও টিকে আছি… শুধু টিকে আছি তা নয়- আমরা মাঠে আছি, জনগণের হৃদয়ে আছি, টেলিভিশন পর্দায়ও আছি। আমরা বসে নেই। জনগণের মনের কথা আমরা জানি।’

জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এরশাদ বলেন, ‘আমরা সেজন্য্ প্রস্তুতি নিচ্ছি। আগামী ১ জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।’

শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান প্রসঙ্গে এরশাদ বলেন, ‘শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগদান করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সশস্ত্রবাহিনীতে ছিলাম, তিনিও ছিলেন। আমি ৩৬ বছর সেনাবাহিনীতে থেকে দেশের জন্য কাজ করেছি, তারপর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতিতে এসেছি। আমি আশা করব তিনিও দেশ এবং জনগণের স্বার্থে কাজ করবেন।’

অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি. এম.কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৫৫ পি,এম ২০ নভেম্বর ২০১৬,রবিবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply