Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক সমাপনির প্রথম দিনে অনুপস্থিত ২৩ শ’ শিক্ষার্থী
প্রাথমিক সমাপনির প্রথম দিনে অনুপস্থিত ২৩ শ’ শিক্ষার্থী

চাঁদপুরে প্রাথমিক সমাপনির প্রথম দিনে অনুপস্থিত ২৩ শ’ শিক্ষার্থী

রোববার (২০ নভেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ী (পিএসসি)পরীক্ষার প্রথম দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের প্রথম দিনে চাঁদপুরের সব কেন্দ্রে অনুপস্থিত ছিল ২ হাজার ২শ’ ৯৯ জন ।

কোনো শিক্ষক বা পরীক্ষার্থী বহিস্কার হওয়ার সংবাদ জানা যায় নি। অনুপস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষায় ১ হাজার ৪শ’৫০ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ৭ শ’৪৯ জন ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়, চাঁদপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ৩ শ’ ২৭ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ১ শ’ ৪৫ জন । কেন্দ্র ২৪ টি ।

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ২শ’ ৪৩ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৪১ জন । কেন্দ্র ১৫ টি।

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ২ শ’ ৭ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ৭৬ জন । কেন্দ্র ২২ টি ।

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ১ শ’ ৭ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন । কেন্দ্র ৮ টি ।

শাহারাস্তি প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ১ শ’ ৩১ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ৮১ জন । কেন্দ্র ১৬ টি ।

ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ২ শ’ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ১শ’৪০ জন। কেন্দ্র ২৯ টি ।

মতলব দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ১ শ’ ১১ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ৯৪ জন । কেন্দ্র ১৫ টি ।

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা ১ শ’ ২৪ জন এবং ইবতেদায়ীর সংখ্যা ৩৩ জন । কেন্দ্র ২৫ টি ।

চাঁদপুরের প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় চাঁদপুরে ১ শ’৫৪ কেন্দ্রে ৬০ হাজার জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৭ শ’ ৬৬ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৬ শ’ ৩৪ জন বেশি ছিল ।

ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৯ শ’ ৪৬ জন । ছাত্রীর তুলনায় ছাত্রের সংখ্যা ৭ শ’ ১৭ জন বেশি। জেলার সব উপজেলার সব কেন্দ্রে এক ও অভিন্ন নিয়ম নীতিতে দেশের বৃহত্তম এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।

এদিকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ ক’টি কেন্দ্র পরিদর্শন করছেন চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রশদী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তর কুমার সাহা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে তাঁরা জানিয়েছেন অত্যন্ত সুষ্ঠুভাবে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

: আপডেট, বাংলাদেশ সময় ৬:৫০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

প্রাথমিক সমাপনির প্রথম দিনে অনুপস্থিত ২৩ শ’ শিক্ষার্থী

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply