চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনের এলাকার দু পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে জিআরপি পুলিশ শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে ।
অভিযান পরিচালোনা করেন জি আর পি পুলিশের ইন্সপেক্টর ওসমান গনি পাঠান।
অভিযানে রেলওয়ে কোর্ট স্টেশনের বুকিং কেলার শাজাহান, পিডব্লিউটি-এর জাহান শরিফসহ জি আর পি পুলিশের সঙ্গীয় ফোর্স অংশ নেয় ।
জিআরপি পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা করে দখলদারা সকল ধরণের অপরাদমূলক কর্মকান্ড করে আসছে। কোর্ট স্টেশন প্লাট ফর্মের দু’পাশে ভ্রাম্যমাণ ফলের দোকান বসার কারণে দুর দুরান্ত থেকে আশা ট্রেন যাত্রীদের ব্যাঘাত ঘটে । আর যাতে কোন দখলদারা কোর্ট ষ্টেশন এলাকায় অবৈধ ভাবে স্থাপনা না বসাতে পারে সেদিকে দৃষ্টি রাখবে জিআরপি পুলিশ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/Jebed.jpg ” ] প্রতিবেদক- মো. জাবেদ হোসেন [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur