Home / চাঁদপুর / আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী
আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

চাঁদপুরের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।’

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি সরাসরি গণমানুষের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

দেশের ১১টি জেলার সাথে সংযুক্ত থেকে চাঁদপুরসহ চট্রগ্রাম বিভাগের ৫ জেলার সাথে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের ১৩শ’ ৮৯ স্থানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে তিনি বলেন, ‘বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কথা শোনার জন্যই এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আজকে আমরা যাদের কথা শুনেছি তা লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা যে সমস্যার কথা বলেছেন তা সমাধান করা হবে। সাবাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি এলাকায় যে প্রজেক্ট নেয়া হয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করতে হবে। দেশের সকল মানুষ সার্বিক উন্নতি ও উন্নত জীবন যাপন করুক এটাই আমরা চাই। আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল বুঝতে পারে। পরে তারা মানুষ পুড়িয়ে এর শোধ নিতে থাকে। ভুল করবে তারা, তাদের রাজনৈতিক ভুল হবে আর পরবর্তীতে বাংলার মানুষকে পুড়িয়ে মারবে তা কেমন করে হয়!’

দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘যতো উন্নয়ন আওয়ামী লীগ আমলে হয়েছে, আগে কেন হয়নি? আগে যারা দেশ চালিয়েছে, সবাই লুটপাট চালিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো।’

‘আমরা চাই বাংলাদেশের প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যাক, বিএনপি এটা চায়নি। খাদ্য ও পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। এমনকি কোনো সরকার ভারতের কাছে স্থল সীমানা চুক্তি নিয়ে কথা বলতে পর্যন্ত যায়নি, যা আমরা করেছি এবং সফল চুক্তি সম্পাদন করেছি, যোগ করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে বিভিন্ন শ্রেণি পেশার গণমানুষের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান দেওয়ান মো, সফিকুজ্জামান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইউছুফ গাজী, ওচমান গণি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন।

এছাড়াও জেলা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply