Home / জাতীয় / শিক্ষক নেতাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষক নেতাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

শিক্ষক নেতাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

 শিক্ষকদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে সোমবার সন্ধ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রী এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান।

গণভবনে প্রধানমন্ত্রীর পিঠা উৎসবে যোগ দিয়ে সন্ধ্যায় সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জিয়া রহমান বলেন, ‘ফেডারেশন নেতাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী সবার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। উনি বলেছেন, সব সমস্যার সমাধান করবেন।’

‘আমি নিজে বৈঠকে না থাকলেও ফেডারেশন নেতাদের কাছ থেকে এমনটি শুনেছি’— বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘অনানুষ্ঠানিক আলোচনায় শিক্ষক নেতাদের গ্রেড-৩ থেকে গ্রেড-১ এর দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।’

এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩০ সদস্যকে প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ২৮ সদস্য বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।’

১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছেন। অষ্টম পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

২ জানুয়ারি কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর