চাঁদপুর শহরতলীর বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ে চালু হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যে ল্যাব। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বাগাদী ও বালিয়া ইউনিয়নের প্রায় দু’সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীকে নিয়মিত পাঠদান করিয়ে আসছে।
শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো শিক্ষার্থীদের কল্যাণে কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব সামগ্রী প্রদান করে।
আইসিটি ল্যাবের মধ্যে ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীদের জন্যে রয়েছে ১১ টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ১১টি কম্পিউটার টেবিল, ৩১ টি চেয়ার।
এছাড়া বিজ্ঞান ল্যাবের জন্যের রয়েছে ৬ লাখ টাকার বিভিন্ন গবেষণা সামগ্রী। এরমধ্যে আরো কিছু মালামাল আসার বিষয়ে প্রস্তাবনা রয়েছে। শীঘ্রই দু’টি ল্যাব উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আলাউদ্দিন মজুমদার।
এদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গত ২২ জুলাই আইসিটি ল্যাবের মালামাল গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন মজুমদার, আইসিটি শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক শামিম প্রমুখ।
কম্পিউটার ল্যাব বিষয়ে আইসিটি শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘এতোদিন শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয় পড়ানো হলেও, ল্যাব না থাকায় ব্যাবহারিক কোনো ক্লাস নেয়া সম্ভব হতো না। এখন এটি সম্ভব হবে এবং কম্পিউটারের বিভিন্ন কোর্সে ছাত্রদেরকে প্রশিক্ষণ দেয়া যাবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রীসহ আইসিটি বিভাগের কাছে আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণের জন্যে কম্পিউটার ল্যাব দিয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষাবান্ধব সহায়তা অব্যাহত থাকলে এ প্রতিষ্ঠানের সফলতা আরো বেশি বৃদ্ধি পাবে।’
প্রসঙ্গত, বাগাদি গনি উচ্চ বিদ্যালয় চলতি বছর এসএসসিতে ১৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৯৬জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া জেএসসিতে কুমিল্লা বোর্ডের ৩য় স্থান বৃত্তিসহ বর্তমানে বিদ্যালয় ছাত্র ক্যাবিনেট সক্রিয় রয়েছে।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur