আজ শনিবার চাঁদপুরের ১৩৮৯ স্পটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় সরাসরি গণমানুষের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল শুক্রবার (১৮ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর উপস্থাপনায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদপুরের ১৩৮৯ স্পটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি দেখানো হবে। দেশের ১১ টি জেলার সাথে সংযুক্ত থেকে চট্রগ্রাম বিভাগের ৫ টি জেলার মধ্যে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। ইতোমধ্যে আমাদের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।’
ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারীদের প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, ‘ভিডিও কনফারেন্সের রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ থাকবে না, এখানে সাধরণ মানুষ প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। আশা করি চাঁদপুরের মানুষ এ ব্যপারে শৃঙ্খলাপূর্ণ আচরণ করবেন। তারা প্রধানমন্ত্রীর কথা বললে চাঁদপুরের উন্নয়নের দিকগুলো উঠে আসবে। পাশাপাশি চাঁদপুরের বিভিন্ন সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান হবে।’
তিনি আরো জানান, ‘ইতোমধ্যে চাঁদপুর একটি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ই-কো পার্ক, রোয়নুতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর বড়স্টেশন মোলহেডসহ বাঁধের বিভিন্ন স্থান মেরামতে ২শ’ কোটি টাকা বরাদ্দ অনুমোদন ও চাঁদপুরকে প্রথম ব্রান্ডিং জেলা ঘোষণা করা হয়েছে। চাঁদপুরবাসী অনেক কিছু পেয়েছে, অনেক উন্নয়ন প্রাথমিক অবস্থায় রয়েছে। এগুলো পর্যায়ক্রমে হবে। সবগুলো বাস্তবায়ন হলে চাঁদপুর দেশের ১নং জেলা হিসেবে স্বীকৃতি পাবে। চাঁদপুরের তাজা বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।’
ইলিশ বিষয়ে জেলা প্রশাসক জানান, ‘চাঁদপুরবাসী ইলিশের মূল স্বাদ এ বছর পেয়েছে। জেলেরা অনেক সচেতন হয়েছে। আমি অবিভূত জেলেরা এবার নদীতে মা ইলিশ শিকার করতে নামেনি। তাদের বিরুদ্ধে সামরিক শাসনের মতো অস্ত্র ধরা হয়নি। তারা নিজেরাই বিষয়টি বুঝতে পেরেছে। আমি যেসব উন্নয়ন করেছি সেসবের সব উপস্থাপন করা হয়নি। যেগুলো করা হয়েছে এগুলো স্বাভাবিকভাবেই হতো। যেদিন চাঁদপুর ছেড়ে চলে যাবো সেদিন ওইসব উন্নয়নের কথা বলবো, যা এখনো বলেনি। ’
‘চাঁদপুর জেলার অনেক পরিবর্তন হয়েছে। চাঁদপুরবাসী প্রমাণ করেছে বিনা পুঁজিতে ১২শ’ থেকে ১৫শ’ কোটি টাক পর্যন্ত শুধু ইলিশ থেকেই আয় করা সম্ভব। অথব দেশের এমন কোনো খাত নেই যেখানে বিনা পুঁজিতে ৫শ’ কোটি টাকা আয় করা সম্ভব। শুধু সচেতন থাকলে চাঁদপুরের ইলিশ থেকে অনেক আয় করা সম্ভব।
এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞ থাকবেন। চাঁদপুরে আরো বেশি উন্নয়নের দিকে খেয়াল করবেন। এ ব্যাপারে গণমাধ্যম প্রশাসনের সহযোগী হিসেবে আগেও কাজ করেছে এখনও করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ মো. মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন। যুগ্ম সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সময় টিভির স্টাফ রিপোর্টার ওমর ফারুক।
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৫০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Delwar-Pic.jpg” ]প্রতিবেদক- দেলোয়ার হোসাইন[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur