চাঁদপুর লঞ্চঘাটে কিশোরীর সাথে ইভটিজিংয় করার সময় হাতেনাতে আটক যুবককে শুক্রবার (১৮ নভেম্বর) কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল ৯ টা ৪৫ মিনিটে আটক করা হয় এবং বিকেল ৩ টায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত যুবক মতলব উত্তর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের নাছির উদ্দিন বকাউলের ছেলে কামাল হোসেন (২৩)
পুলিশ সূত্রে জানা যায়, লঞ্চযোগে মতলব উত্তর থেকে এক কিশোরী চাঁদপুর লঞ্চঘাটে আসলে কামাল তাকে টানা হেঁচড়া করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান তাকে আটক করে মডেল থানায় নিয়ে আসে।
বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হকের আদালতে হাজির করলে তাকে ১ বছর কারাদ- প্রদান করা হয়।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur