চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাসে ক্লাব কাপ ফটুবল টুর্নামেন্টের দল হিসেবে নাজির পাড়া ক্রীড়া চক্রের জার্সি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উন্মোচন করা হয়েছে।
শহরের বিপণীবাগ এলাকার নাজির পাড়া ক্রীড়া চক্রের কার্যলয়ের সামনে কর্মকর্তারা জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
স্টেডিয়ামে নাজির পাড়া ক্রীড়া চক্রের প্রথম ম্যাচ হওয়ায় কর্মকর্তা বেশ উৎসব-মুখর পরিবেশে মাঠে উপস্থিত হন। খেলার পূর্বে সড়কে ঝাঁকঝমক আয়োজনের মাধ্যেমে আনন্দ র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাজির পাড়া ক্রীড়া চক্রের সভাপতি আলহাজ মো. ওমর পাটওয়ারী, সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, রহিম বাদশা, নাজির পাড়া ক্রীড়া চক্রের সহ-সভাপতি ডা. মো. সফি উল্লাহ, কাজী মাঈনুল হক জীবন, আব্দুল কাদের দেওয়ার মিন্টু, শাহ জাহান মাঝি, আলহাজ মো. জয়নাল খান, স্বপন চৌধুরী, অ্যাড, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. হেলাল, জিয়াউল আমিন খান দীপু, মো. মাসুদুর রহমান, মো. নাজির উল্লাহ মজুমদার, মো. কামাল খান, ওছমান পাটওয়ারী, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল, বাতাস মিয়াজী, ফেরদৌস আহমেদ, কোষাদক্ষ আনোয়ার পারভেজ, ক্রীড়া সম্পাদক সোহলে রানা সোহাগ, সহ-ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রহমান লাবু, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক মো. আছান উল্লাহ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক নুরে আলম নয়নসহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নাজির পাড়া ক্রীড়া চক্র ১-০ গোলে বিষ্ণুদী ক্লাবকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur