১৫৭টি পৌরসভায় সহস্রাধিক কেন্দ্রের ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে পুনঃভোটের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে দলের সকল এজেন্টকে থাকার আহ্বান জানায়।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এ নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur