Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / `ভোক্তা অধিকার আইন কোনো ব্যবসায়ীকে হেয় করার জন্য নয়’
প্রতারক কোনো দলের নয়

`ভোক্তা অধিকার আইন কোনো ব্যবসায়ীকে হেয় করার জন্য নয়’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন তিনি বলেছেন, ভোক্তা অধিকার আইন কোনো ব্যবসায়ীকে হেয় করার জন্য নয়। প্রতারক কোনো দলের নয়, আসুন আমরা সকলেই এদের প্রতিরোধ করি। আপনারা নিজেরাই এর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন।

চাঁদপুর শাহরাস্তি উপজেলায় প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বুধবার(১৬ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা আমাদের তথ্যদিন আমরা সহায়তা করবো। এ বিষয়ে কোনো ছাড় নেই। আমরা এ দেশকে ভালোবাসি, এটি আমাদেরও দেশ। মুক্তিযোদ্ধারা এ জন্য দেশ স্বাধীন করে নাই। আপনারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনকে বাচাঁন এটা আপনাদের দায়িত্ব। এ আইনের আওতায় যাদের ধরা হবে, তাদের ব্যাপারে কেউ তদবির করলে তাকে ধরা হবে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুর সভাপতিত্বে ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী। পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম তালুকদার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নান প্রমুখ।

শাহারাস্তি করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১০ :৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ

Leave a Reply