ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার (১২ নভেম্বর ) কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রের প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুলে দেয়া শিক্ষককে সাসপেন্ড ও তার বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন। ডিআরইউর সদস্যের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিভিন্ন পত্রিকায় এসেছে, এবার জেএসসির একটি পরীক্ষায় নোট বই থেকে প্রশ্ন করা হয়েছে। আমি আগেই শিক্ষকদের বলেছিলাম, নোট বই থেকে প্রশ্ন করবেন না। আমি ১২ (নভেম্বর) সকালকেই নির্দেশ দিয়েছি । যিনি এ কাজ করলে তাকে সাসপেন্ড করা হবে। তার সব বেতন-ভাতা বন্ধ করে দেয়া হবে।
ইনকোয়ারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২৫ লাখ শিক্ষার্থীর জীবন তার এক প্রশ্নের মধ্যে আটকে যাচ্ছে। ওই নোট বইটা রাতারাতি বিক্রি হয়ে যাবে।
এ বছর জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭শ’৭৫ জন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:৪০ পিএম, ১৬ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur