চাঁদপুর হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১৯ নভেম্ব) ২০১৬ সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলে সম্প্রদায়, শিক্ষক, পুরোহিত, আলেম সমাজ, মসজিদের ইমাম, চিকিৎসক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী সহ সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
চাঁদপুর টাইমস ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:২০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
আবদুল গনি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur