দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বিরুদ্ধে গিয়ে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরযুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামান সরকার এবং ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ন-সম্পাদক মোঃ শাহজাহান মোল্লাকে ছেংগারচর পৌর যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির ও সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে বহিষ্কার করেন। এ বিষয়টি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ শরীফ হোসেন রাতে সাংবাদিকদেরকে জানিয়েছেন। একই সাথে তাদেরকে পৌর যুবলীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলেও জানা যায়।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur